-->

নিশাদ ও সিমরানের সোনালি কীর্তি ,প্যারা অ্যাথলেটিকসে ভারতের দাপট

বাংলার কথা NEWS 24X7
0
বিশ্ব প্যারা অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে (World Para Athletics Championships) সাড়া জাগালেন দুই ভারতীয় তারকা নিশাদ কুমার (Nishad Kumar) ও সিমরন শর্মা (Simran Sharma)। দু’জনই নিজেদের ইভেন্টে স্বর্ণপদক জিতে ভারতের পদক তালিকায় উন্নতি ঘটালেন।

শুক্রবার নিউ দিল্লিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় নিশাদ কুমার পুরুষদের হাই জাম্প (T47) ইভেন্টে ২.১৪ মিটার উচ্চতায় লাফিয়ে সোনার পদক জেতেন। এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি তৈরি করেন নতুন এশিয়ান রেকর্ড। এটি তাঁর প্যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের প্রথম সোনা হলেও, এর আগে তিনি টোকিও প্যারালিম্পিকসে রৌপ্য জিতেছিলেন।
অন্যদিকে, ভারতের স্প্রিন্টার সিমরন শর্মা নারীদের ১০০ মিটার T12 ইভেন্টে মাত্র ১১.৯৫ সেকেন্ডে গন্তব্যে পৌঁছে সোনার পদক ঘরে তোলেন। এটি তাঁর ক্যারিয়ারের প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ সোনা। দৃষ্টিহীনতা শ্রেণির (T12) প্রতিযোগী হিসেবে তিনি তাঁর গাইড উমর সাইফি-র সহযোগিতায় দৌড় সম্পূর্ণ করেন।

তাঁদের এই জয় ভারতের প্যারা দলের মনোবল বাড়িয়েছে বহুগুণে। একই দিনে প্রীতি পাল ও প্রদীপ কুমার জিতে নিয়েছেন দুটি ব্রোঞ্জ পদক।

ফলে ভারত পদক তালিকায় সপ্তম স্থান থেকে উঠে এসেছে চতুর্থ স্থানে। এখন পর্যন্ত ভারতের ঝুলিতে রয়েছে ৫টি সোনা, ৩টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ।

ভারতীয় কোচ সুনীল তানওয়ার বলেন —

> “নিশাদ ও সিমরনের পারফরম্যান্স শুধু সাফল্য নয়, এটি প্রমাণ করে যে ভারতের প্যারা অ্যাথলেটরা এখন বিশ্বের সেরা পর্যায়ে।”



বিশ্ব প্যারা অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে এখনো দুই দিন বাকি, এবং ভারতীয় দল আশাবাদী আরও কয়েকটি পদক যোগ করবে নিজেদের ইতিহাসে।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!