অবৈধ বালি পাচার সংক্রান্ত আর্থিক দুর্নীতির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বৃহস্পতিবার (১৬ অক্টোবর, ২০২৫) পশ্চিমবঙ্গের সাতটিরও বেশি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালায়। সূত্রের খবর, আসানসোল এবং তার আশেপাশের খনি অঞ্চলে বালি পাচার চক্রের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির বাড়ি ও কার্যালয়ে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
এছাড়াও, এই আর্থিক লেনদেনের মূল ঘাঁটিগুলির সন্ধানে কলকাতার বেন্টিঙ্ক স্ট্রিটের কয়েকটি অফিসেও তল্লাশি চালানো হয়েছে। ইডি-র আধিকারিকরা এই চক্রের মাধ্যমে বেআইনিভাবে অর্জিত অর্থ কোথায় বিনিয়োগ করা হয়েছে এবং এই পাচারে কারা যুক্ত, তা খতিয়ে দেখছেন। তল্লাশি অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, ডিজিটাল ডিভাইস এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের প্রমাণ হাতে এসেছে বলে ইডি সূত্রে জানা গেছে।

