বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার নাগরাকাটায় ত্রাণসভা চলাকালীন হামলায় আহত হন খগেন মুর্মু। তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন।
মুখ্যমন্ত্রী হাসপাতালের চিকিৎসক ও সাংসদের পরিবারের সঙ্গে কথা বলেন। জানা গেছে, খগেন মুর্মুর চোখের নিচের হাড়ে গুরুতর আঘাত লেগেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শল্যচিকিৎসার প্রয়োজন হতে পারে।
হাসপাতালে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,“রাজনীতি আলাদা বিষয়, কিন্তু মানুষের পাশে থাকা আমাদের কর্তব্য। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। যেকোনো সাহায্য প্রয়োজন হলে সরকার পাশে থাকবে।”
পরিবারের সদস্যরাও মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে। বিজেপি ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছে। খগেন মুর্মুর পাশাপাশি আহত হন বিধায়ক শঙ্কর ঘোষও।
হামলার ঘটনায় ইতিমধ্যেই কয়েকজনকে আটক করেছে পুলিশ, তদন্ত চলছে।
