আগামীকাল এসএসসি পরীক্ষা। তার আগে বারাসাতে এসে রাজ্যের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
তিনি এইদিন অভিযোগ, এসএসসির উপর ভরসা নেই মানুষের, শিক্ষকদের কেন দ্বিতীয়বার পরীক্ষা দিতে হবে—সে প্রশ্নও তুললেন তিনি। রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়ের নামে হাই স্কুল খুলে বসালেও ফান্ডিং নেই, ল্যাবে কেমিক্যালের অভাব, শিক্ষা ব্যবস্থাকে ধূলিসাৎ করছে সরকার—এমনই দাবি তাঁর।
এছাড়া তিনি বলেন, অনার্স পড়াশোনার থেকে তৃণমূলের রাজনীতিতে জড়িয়েই বেশি রোজগার হচ্ছে, ফলে উচ্চশিক্ষায় আগ্রহ কমছে।
অন্যদিকে ফুটবল নিয়ে বাঙালির আবেগকে সামনে রেখে বারাসাত সাংগঠনিক জেলার উদ্যোগে চলছে নরেন্দ্র কাপ। একইসময়ে যুব মোর্চার উদ্যোগে হাবরায় দিবারাত্রি বাপি কাপ ঘিরে প্রশ্ন উঠেছে বিজেপির ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে। তবে সুকান্ত মজুমদার স্পষ্ট জানিয়েছেন, দলের পক্ষ থেকে জেলা সভাপতি রাজীব পোদ্দারের উদ্যোগে হওয়া নরেন্দ্র কাপকেই তিনি বেশি গুরুত্ব দেন।
