-->

ছাত্রছাত্রীদের পঠন পাঠন বিদ্যালয় বন্ধ করেই চলছে "আমাদের পাড়া, আমাদের সমাধান" কর্মসূচি

বাংলার কথা NEWS 24X7
0
"আমাদের পাড়া ,আমাদের সমাধান" কর্মসূচিতে ফের বন্ধ ছাত্রছাত্রীদের পঠন পাঠন বিদ্যালয় বন্ধ করেই চলছে "আমাদের পাড়া, আমাদের সমাধান" কর্মসূচি


রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে বিদ্যালয়ের পঠন পাঠন লাটে তুলে দিয়ে এই কর্মসূচি চলছে সেই অভিযোগ এর আগেও উঠেছে। ইতিমধ্যেই রাজ্যে প্রায় আট হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় যা বন্ধ পথে ছাত্র-ছাত্রী নেই সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলিতে। তারপরও যে ছাত্রছাত্রী আছে তাদের পঠন-পাঠন বন্ধ করে এই সরকারি কর্মসূচি কার্যত প্রশ্নের মুখে। ঠিক সেখানে দাঁড়িয়েই আজ বারাসাতের বানিকণ্ঠ নগর শশাঙ্ক শেখর স্মৃতি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আমাদের পাড়া আমাদের সমাধানে বিদ্যালয় ছুটির বিজ্ঞপ্তি জারি না করলেও ছাত্র-ছাত্রীরা এসে ফিরে যেতে হল সরকারি কর্মসূচির জন্য। ছাত্র-ছাত্রীদের ফিরে যাওয়াটা খুবই দুঃখজনক পঠন-পাঠন হলে ছাত্র-ছাত্রীদের জন্য ভালো হতো। এমনটাই অভিমত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের। যদিও এ বিষয় নিয়ে আজব যুক্তি স্থানীয় পৌর পিতা সমীর কুন্ডু বলেন বাচ্চাদের বাড়ির সামনে বিভিন্ন ড্রেন খোলা রয়েছে ফলে সেই ড্রেনে পড়ে একটা বাচ্চার যদি ক্ষতি হয়ে যায় সে কারণেই এই কর্মসূচি তাদের বিদ্যালয়ে করতে হয়েছি, বিদ্যালয়ে একদিন না চললেও জীবনহানি সমস্যা থেকে বাঁচবে এমনটাই যুক্তি দিলেন তিনি। বাম শিক্ষক সংগঠনের সম্পাদক তিনি বলেন  আমাদের পাড়া আমাদের সমাধান এটি একটি সরকারি প্রকল্প তার জন্য যে প্রাথমিক বিদ্যালয় গুলোকেই বেছে নিতে হবে তার কোন স্পষ্ট নির্দেশিকা নেই, সরকারি স্কুলগুলোকে  সহজ মাধ্যম পেয়ে বসেছে রাজ্য সরকার, শিক্ষাব্যবস্থা মন্ত্রীদের খাটের তলায় , সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে একদিন ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন বন্ধ ও তাদের মিড ডে মিলের আহার কেড়ে নেওয়ার মতন অভিযোগ তুলছেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির এক নম্বর জেনাল কমিটির সম্পাদক সুমন কর্মকার। বিজেপি নেতৃত্বের দাবি তৃণমূল কংগ্রেস তার রাজনৈতিক স্বার্থে সমস্ত কিছু জলাঞ্জলি দিতে পারে, কোন বিজ্ঞপ্তি ছাড়াই ছাত্র-ছাত্রীদের এসে ফিরে যেতে হয়েছে শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দিয়েছে। একদম নিচু স্তর থেকে শিক্ষা ব্যবস্থাকে লাটে তোলার ব্যবস্থা করছে শাসক দল তার বিরুদ্ধে ধিক্কার জানাই। কেন ছাত্র-ছাত্রীদের পঠনপাঠন বন্ধ করে বিদ্যালয়গুলিতেই এই সরকারি কর্মসূচি করতে হচ্ছে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। প্রতিটি পাড়ায় একাধিক ক্লাব থাকলেও কেন সেগুলোকে বেছে নেওয়া হচ্ছে না এই সমস্ত সরকারি কাজের জন্য প্রশ্ন বিশিষ্ট মহলের।



ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!