-->

জয়শ্রী সংঘের ৮২তম বর্ষে শান্তির বার্তা

বাংলার কথা NEWS 24X7
0

বারাসাত, প্রতিনিধি:
ক্রমবর্ধমান অশান্তি ও নিষ্ঠুরতার মাঝেই ৮২তম বর্ষে পদার্পণ করল জয়শ্রী সংঘ। এবারের পুজোয় তারা শান্তির বার্তা ছড়িয়ে দিতে গৌতম বুদ্ধকে থিম হিসেবে বেছে নিয়েছে।

মন্ডপের শুরুতেই ধ্যানমগ্ন অবস্থায় গৌতম বুদ্ধ দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছেন। ভেতরে শিল্পসম্মতভাবে ফুটিয়ে তোলা হয়েছে বুদ্ধের জীবনী। পুজোর শুভ উদ্বোধন করেন বারাসাত থানার আইসি মৈনাক বন্দ্যোপাধ্যায়। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, “পুজো নিঃসন্দেহে আনন্দের উৎসব। তবে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের নিয়ম মেনে চলা সকলের কর্তব্য। এ ব্যাপারে ক্লাব কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে।”


এ বছর আরও একটি বিশেষ দিক হলো—চিত্র পরিচালক ঋত্বিক ঘটক ও নাট্যকার বাদল সরকারের জন্ম শতবর্ষ। এই উপলক্ষে তাঁদের স্মরণ ও বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার প্রতিজ্ঞা নিয়েছে জয়শ্রী সংঘ।

ক্লাব সভাপতি জানান, “আমাদের উদ্দেশ্য শুধু আনন্দের আয়োজন নয়, সমাজে শান্তি, মানবতা ও সৃজনশীলতার আলো ছড়িয়ে দেওয়া।”

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!