-->

প্রাথমিকে নতুন নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ চাকরিপ্রার্থীদের।

বাংলার কথা NEWS 24X7
0
প্রাথমিকে নতুন নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ চাকরিপ্রার্থীদের।কোর্টের নির্দেশ ২০১৭র টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের মঙ্গলবার উত্তর ২৪ পরগনা প্রাথমিক বিদ্যালয় সংসদ দপ্তরের কাউন্সেলিং এর জন্য ডাকা হয় । 


নিয়ম অনুযায়ী তাদেরকে ডেটা ক্যাপচার ফর্ম ফিলাপ করতে বলা হয়। তারপরেই চাকরিপ্রার্থীদের পাঁচটি করে স্কুলের নাম দেওয়া হয়  যেখানে প্রার্থীরা মাস্টারি করতে ইচ্ছুক। আর সেখানেই তৈরি হয় বিভ্রান্তি।  তাদের অভিযোগ, স্কুল নির্ধারণের ক্ষেত্রে সার্কেল ওয়াইজ যা নিয়ম তা মানা হয়নি এবং যোগ্যতার পর্যক্রম কেও মান্যতা দেওয়া হয় নি। সেখান থেকেই বিতর্কে সৃষ্টি। চাকরি-প্রার্থীদের অভিযোগ, সজন পোষণের কারণে DPSC আধিকারিকরা ঘনিষ্ঠ পরিচিতদের জন্য কেন্দ্র বরাদ্য করে রেখেছেন। সে কারণেই সার্কেল ওয়াইজ চাকরিপ্রার্থীদের তালিকা প্রকাশ করছেন না। চাকরি-প্রার্থীদের দাবি অবিলম্বে, সার্কেল ওয়াইস  শূন্য পদের তালিকা প্রকাশ করতে হবে। এ কারণেই বারাসাত ডিপিএসসি দপ্তরের সামনে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রয়েছে বারাসাত থানার পুলিশ।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন👈

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!