তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী
দলের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করে আগেই বুঝিয়ে ছিলেন তিনি আর দলের সাথে নেই । কিন্তু তার পরেও দলের বর্ষীয়ান নেতারা তাঁর মান ভাঙানোর হাল ছাড়েনি । কিন্তু তাঁতে হাজারো চেষ্টা আবসেশে বিফলে ।তিনি যে তাঁর সিরধান্তে অনড় তা বুঝিয়ে ছিলেন । একের পর এক রাজ্য সরকারের সমস্ত পদ থেকে পদত্যগ করে ।গতকাল বিধান সভায় গিয়ে বিধায়ক পদ থেকে পদত্যগের করেন । এর পর আজ দুপুরে পশ্চিম বঙ্গ তৃণমূল কংগ্রেস এর সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন । তৃণমূল কংগ্রেস এর দল নেত্রী কে পদত্যাগ পত্র পাঠান । দীর্ঘ ২১ বছরের রাজনৈতিক দলের সাথে সম্পর্ক বিচ্ছেদ করলেন শুভেন্দু আধিকারি । তাঁর পদত্যগের পর জোর জল্পনা রাজনৈতিক মহলে । এখন শুভেন্দু আধিকারির নতুন রাজনৈতিক আবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে ।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন