বাজারে কচ্ছপ বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার 2 ব্যক্তি, উদ্ধার হয়েছে ৯২ টি ছোট কচ্ছপ ও ২ টি বড় কচ্ছপ । বেশ কিছুদিন ধরে সূত্র মারফত বন দপ্তরের কাছে খবর ছিল, গাইঘাটা থানার অন্তর্গত ধরমপুর হাটে কচ্ছপ বিক্রি করার হচ্ছে। সেই মতো গতকাল ভোর রাতে ধরমপুর হাটে অভিযান চালিয়ে ১০০ টি কচ্ছপ সহ দুই ব্যক্তি কে আটক করে বারাসাত রেঞ্জ আফিসে আদিকারিকরা। আজ ধৃত দুই ব্যক্তিসহ কচ্ছপ গুলোকে বারাসাত বনদপ্তর রেঞ্জ অফিসে নিয়ে আসা হয় ।
দুটি বৃহৎ কচ্ছপের পেটকাটা অবস্থায় ছিল, তার মধ্যে একটি কচ্ছপের মৃত্যু হয়েছে। অপরটি অবস্থা আশঙ্কাজনক আবস্থায় । ছোট কচ্ছপ গুলিকে উদ্ধার করে বারাসাত রথতলার বনদপ্তর রেঞ্জ অফিসের রাখা হয়েছে। কচ্ছপগুলো কোথা থেকে তারা নিয়ে এসেছে, এবিষয় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে দেখছেন বনদপ্তর এর রেঞ্জ অফিসাররা। বন্য পশু আইন ভারায় ধৃত দুই ব্যক্তির বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা রুজু করেছে বনদপ্তর । আজ ধৃতদের বারাসাত আদালতে তোলা হবে।
