-->

সম্বর্ধনা

বাংলার কথা NEWS 24X7
0
 
বিশাল এই করোনা মহামারীর কিছুটা স্বাভাবিক হতেই ,রাজ্যের বিভিন্ন প্রান্তের সামাজিক সংগঠন গুলি "করোনা" যোদ্ধাদের সম্বর্ধনা প্রদান করতে শুরু করলেন । তাঁতে যে সকল মানুষের সম্বর্ধনা পেলেন তাঁরা চিকিৎসক,সাংবাদিক। চিকিৎসক কে পেলেন যে কিনা সবার উপরে বসে দূর থেকে নির্দেশ দিলেন, কিন্তু যে সমস্ত চিকিৎসক সেই মহামারী সময় আক্রান্তের সামনে দাঁড়িয়ে নীরবে কাজ করলেন তাঁরা বঞ্চিত,বঞ্চিত স্বাস্থ্যের সাথে যুক্ত সাফাই কর্মী,সেবিকা কারন এদের সাথে উচ্চ পর্যায়ের কোনো নেতা বা সংগঠনের সদস্যের সাথে যোগাযোগ বা পরিচয় নেই তাই তারা এই সম্বর্ধনা থেকে বঞ্চিত ।দ্বিতীয় যারা পেলেন তাঁরা সাংবাদিক করা পেলেন যারা কিনা চিত্র সাংবাদিকদের দিয়ে সমস্ত ভীড় ও অসহায় মানুষের ছবি করিয়ে বাড়ীতে বসে অফিসকে তথ্য  দিলেন তাঁরা বাকিরা বঞ্চিত কেনো জানেন ? সেই মানুষটি যে সমস্ত জাগায় ছুটে গিয়ে ছবি করলো বা যে হাসপাতালে চিকিৎসা না পাওয়ার তথ্য তুলে ধরে অসহায় মানুষটিকে হাসপাতালে ভর্তি করলো বা অতিরিক্ত ভিড়ের কথা জানান দিয় প্রশাসনকে সচেতন করলো বঞ্চিতসে  কারণ তাঁর উপরে থাকা উচ্চ অধিকর্তা কখনো চায়না সে সমাজে প্রতিষ্ঠিত হোক । এখানেও সেই রাজনৈতিক ব্যক্তি ও সংগঠনের উচ্চ কর্তার সাথে তার পরিচয় বা পোশামত না করাই মূল কারণ । তবে সামাজের সেই সমস্ত মানুষ যারা নিজেদের অসহায় পরিস্থিতিতে এই মানুষ গুলোকে পেয়েছে তাঁদের মনে অন্তরে সর্বদা থাকবে এটাই আমাদের ভরসা । আমরা কুর্নিশ জানাই এম্বুলেন্স চালক,নার্স ,আয়া, সাফাই কর্মী, চিত্র সাংবাদিক,সাংবাদিক,সেই সকল চিকিৎসক যারা চোখে চোখ রেখে কথা বলেছেন ও চিকিৎসা করেছেন ।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!