-->

বসিরহাটে তৃতীয় দফা প্রচারে তৃণমূল প্রার্থী নুসরাত জাহান

বাংলার কথা NEWS 24X7
0


সন্দেশখালির সুন্দরবনের ছোট কলাগাছি নদীতে অভিনব প্রচার, ও কোরাকাটি রাস্তায় ,খোলা জিপেএক প্রকার প্রচার করলেন। সুন্দর বন মানুষের শুভেচ্ছা আশীর্বাদ গ্রহণ করলেন। এছাড়া ও সন্দেশখালি তে জনসভা সভা করলেন । এছাড়া  বড় সেহারা  ও নেজাট এর কালী নগরে সভা করবেন ।সঙ্গে ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ন গোস্বামী, বিধায়ক সুকুমার মাহাতো, দু'নম্বর ব্লক সভাপতি শিবু প্রসাদ হাজরা ও সাজান শেখ সহ স্থানীয় নেতা-কর্মীরা ।প্রার্থী নিজেই এই জনসভা থেকে একটি মোবাইল নাম্বার দিলেন ,২৪ ঘন্টা সেখানে খোলা থাকবে নাম্বারটি। সুবিধা-অসুবিধা মানুষের সব কিছু জানাতে পারবেন, এবং দ্রুত ব্যবস্থা নেবে সুন্দরবন মানুষের জন্য ।এ ছাড়া কিছু কাজ বাকি আছে ।সেই কাজগুলো দ্রুত শেষ হবে। এবং সেটা নির্বাচনের পরেই, যেহেতু নির্বাচন বিধি নিষেধ রয়েছে।  সুন্দরবনের আরো বেশি করে উন্নয়ন করছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।সেই উন্নয়নকে আরও বেশি অগ্রগতি দিতে, মানুষের সুবিধা ও অসুবিধা  তৃণমূল দল তাদের পাশে আছে। আরো সুন্দর বন মানুষের যেমন  দু টাকা  কেজি চাল ছাড়া আমার বাড়ি প্রকল্পের, খাদ্য সাথী, কন্যাশ্রী, যুবশ্রী ,রুপশ্রী, খাদ্য সাথী থেকে স্বাস্থ্য সাথী ,প্রকল্পের সুবিধা পান ।আরো বেশি করে যাতে প্রকল্প গ্রহণ করা যায় সেটাও নজর আছে আমাদের দলনেত্রী।


Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!