পুজো দিয়ে মনোনয়ন জমা দিতে গেলেন বনগাঁর তৃণমূল প্রার্থী
personবাংলার কথা NEWS 24X7
April 12, 2019
0
share
শুক্রবার সকালে হরি মন্দির, গুরুচাঁদ মন্দির পুজো দিয়ে বড়মা বীণাপাণি ঠাকুরের স্মৃতি বেদীতে প্রনাম করে। পঞ্জিকা দেখে বাড়ি থেকে নমিনেশন দিতে যাচ্ছেন তৃণমূল প্রার্থী মমতা ঠাকুর। ১২ঃ৫৩ থেকে ২ঃ৩২ এর মধ্যে অমৃত যোগে নমিনেশন দেবেন তিনি।