রবিবার রাজ্যজুরে পালিত হচ্ছে রাম নবমী। রবিবার সকালে প্রথমে বনগাঁ স্টেট ব্যাঙ্কের সমনের একটি পুজোয় অংশ গ্রহণ করেন। পরে তিনি বনগাঁর আর এস মাঠের রামনবমীর মিছিলে পা মিলিয়ে রবিবারের প্রচার শুরু করলেন। তিনি জানান দশটার মত রাম নবমীর অনুষ্ঠানে যাবেন। পরে দলীয় প্রচারে বেরবেন। এদিন বনগাঁ শহরের প্রচুর রাম ভক্তদের নিয়ে শহরে মিছিল হয়। যার মধ্য মনি ছিলেন শান্তনু ঠাকুর। তিনি জানান, হিন্দু সংস্কৃতির জন্যই রামনবমীতে আশা। অস্ত্র মিছিল সম্পর্কে জানান কোথাও রীতি থাকলে অস্ত্র মিছিল হতে পারে।
রাম নবমীর মিছিলে পা মিলিয়ে রবিবাসরীয় প্রচার শুরু করলেন বনগাঁর লোকসভার বিজেপি প্রার্থী
April 14, 2019
0
রবিবার রাজ্যজুরে পালিত হচ্ছে রাম নবমী। রবিবার সকালে প্রথমে বনগাঁ স্টেট ব্যাঙ্কের সমনের একটি পুজোয় অংশ গ্রহণ করেন। পরে তিনি বনগাঁর আর এস মাঠের রামনবমীর মিছিলে পা মিলিয়ে রবিবারের প্রচার শুরু করলেন। তিনি জানান দশটার মত রাম নবমীর অনুষ্ঠানে যাবেন। পরে দলীয় প্রচারে বেরবেন। এদিন বনগাঁ শহরের প্রচুর রাম ভক্তদের নিয়ে শহরে মিছিল হয়। যার মধ্য মনি ছিলেন শান্তনু ঠাকুর। তিনি জানান, হিন্দু সংস্কৃতির জন্যই রামনবমীতে আশা। অস্ত্র মিছিল সম্পর্কে জানান কোথাও রীতি থাকলে অস্ত্র মিছিল হতে পারে।

