-->

সকাল সকাল প্রচারে বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষদস্তিদার

বাংলার কথা NEWS 24X7
0




আজ সকালে বারাসতের হেলাবতলা থেকে হুড খোলা গাড়িতে জনসংযোগ করলেন বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। বারাসত পৌরসভার নবপল্লী এলাকার ৪,৫,৯ ও ৩৪ নং ওয়ার্ডে তিনি আজ প্রচার করেন । প্রায় তিনশো কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করেন তিনি । তিনি সাংবাদিকদের জানান  উন্নয়নের পক্ষে মানুষ ভোট দেবে ।জয়ের বিষয় তিনি ১০০তে ১০০% আশাবাদী তিনি। কাকলি  আরো বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ৪২শে ৪২ এর ডাক দিয়েছে তা সফল হবে । ভোটে নির্বাচিত হলে বারসাতে মেট্রো পরিষেবা চালু করার আশ্বাস দেন তিনি । ঢাক ঢোল কাশর ঘন্টা নিয়ে তার এই প্রচার জনমানসে বিশেষ প্রভাব ফেলে।মিছিল শেষে হয় জাগৃতি খেলার মাঠে।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!