' বারাসাত লোকসভা কেন্দ্রে কাকলি ঘোষ দস্তিদার আগে নির্বাচনী প্রচারের জন্য আমাকে ডাকুন । অন্য ৪১ টা কেন্দ্র তো প্রচারের জন্য রইলই । ' সব্যসাচী দত্ত দলের মধ্যে থেকেই আবার এমন মন্তব্য করলেন যা নিশ্চিত ভাবেই বিতর্কিত হয়ে ওঠার ইঙ্গিত রাখে । মঙ্গলবার বারাসাতে এসে একদিকে তিনি যেমন ইঙ্গিত দিলেন কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে তাঁর সংঘাতের অন্যদিকে সিপিএমের চোরাস্রোত বিজেপির ভোটবাক্সে প্রতিফলন হওয়ার তত্বকে বিশ্লেষন করে জানিয়ে গেলেন এই অশনিসংকেত কে রোখার জন্য তৃনমূল ভাবনা চিন্তা শুরু করেছে ।
' বারাসাত লোকসভা কেন্দ্রে প্রচারে আসা প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সিদ্ধান্তের ওপরে দাঁড়িয়ে আছে । বিয়াল্লিশ টা কেন্দ্রের মধ্যে বাকি একচল্লিশটা কেন্দ্র রয়েছে , প্রার্থী কেন্দ্রিক নির্বাচনী প্রক্রিয়ায় ডাকলে তিনি বারাসাত কেন্দ্রের প্রচারে প্রার্থী আগে আমাকে ডাকুন । ' বারাসাত বিশেষ আদালতে হাজিরা দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানান সব্যসাচী দত্ত ।
মঙ্গলবার সব্যসাচী একই সঙ্গে সিপিএমের সঙ্গে বিজেপির গোপন আঁতাতের সরাসরি উল্লেখ করলেন । তিনি জানান ,সিপিএম বুঝে গেছে ভারতবর্ষে তাদের অস্তিত্ব আর নেই । বাংলা , ত্রিপুরা যাওয়ার পরে কেরল শুধু অবশিষ্ট । তারা শত্রুর শত্রু কে বন্ধু ভাবছে এবং এর মোকাবিলা করছেন মমতা বন্দোপাধ্যায় । ফলে নির্বাচনী সমীকরণে যে তৃনমূলের অশনি সংকেত যে রয়েছে তাকে কার্যত মেনেই নিয়েছেন সব্যসাচী ।

