-->

হাসনাবাদের পনের বলি দুই গৃহবধূ

বাংলার কথা NEWS 24X7
0



বসিরহাট মহাকুমার হাসনাবাদ থানার ভিন্ন দুই গ্রামে দুই বধুর মৃত্যু । বছর কুড়ি নির্মলা শিকারির আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। স্বামী কমল মন্ডল পেশায় নাপিত। দীর্ঘদিন ধরে বাপের বাড়ি থেকে টাকা পয়সা আনার জন‍্য  চাপ দিত ।মঙ্গলবার বিকেলে রামেশ্বরপুর গ্রামের নির্মলা মন্ডল গায়ে কেরোসিন তেল ঢেলে ফাঁকা মাঠে আত্মহত্যা করে বলে অভিযোগ। ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ এসে, দগ্ধ মৃতদেহ উদ্ধার করে ।অভিযোগ স্বামী কমল ৮ হাজার টাকার জন্য, সোমবারে চাপ দিচ্ছিল বাপের বাড়ি থেকে টাকা আনার জন‍্য নির্মলার উপরে । তাকে আত্মহত্যার প্রয়োচনা  দেয় বলে অভিযোগ। স্বামী কমল কে গ্রেফতার করেছে হাসনাবাদ থানার পুলিশ।

 অন্যদিকে রামানন্দ পুরে বছর পঁচিশের ফরিদা বিবি ঝুলন্ত দেহ উদ্ধার হল, শ্বশুরবাড়ি থেকে। স্বামী রেজাউল মোল্লা পলাতক। বাপের বাড়ির অভিযোগ  দেড় মাস আগে বিয়ে হয় । পেশায় রেজাউল টেলারিং মিস্ত্রি এর সঙ্গে বিয়ে হয় ফরিদার। হতদরিদ্র পরিবারের সন্তান হওয়ায়  পরিবারের টাকা দেওয়ার সামর্থ্য ছিল না কিন্তু সোনার গয়নাও টাকার জন‍্য চাপ দিতে থাকে রেজাউল । টাকা না দিতে পারায় তাকে আত্মহত্যার প্ররোচনা দেয় বলে অভিযোগ ।বুধবার সকাল বেলা ঘর থেকে ফরিদার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।  ঘটনার তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ । রামেশ্বরপুর কমল মন্ডল কে গ্রেফতার করে হাসনাবাদ থানার পুলিশ। অন্যদিকে রেজাউল মোল্লা পলাতক । দুই বধুর মৃত দেহ ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ধৃত কমলকে বুধবার বসিরহাট মহকুমা  আদালতে তোলা হবে, অন্যদিকে রেজাউল মোল্লা খুঁজে বেড়াচ্ছে হাসনাবাদ থানার পুলিশ। কিন্তু এই দুই মর্মান্তিক মৃত‍্যুর ঘটনায় তাদের সন্তান হারালো তাদের মাকে।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!