-->

বনগাঁয় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ , অভিযোগ তৃনমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে

বাংলার কথা NEWS 24X7
0

বনগাঁয় দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃনমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে। দুই বিজেপি কর্মী ভর্তী বনগাঁ মহাকুমা হাসপাতালে l অভিযোগ অস্বিকার তৃনমূল কংগ্রেসের ।উত্তর ২৪ পরগনার বনগাঁ পূর্বঢাকাপাড়া এলাকার ২১ নং ওয়াডের বাসিন্দা বিজেপি কর্মী নিতিশ বিশ্বাস ও রনি বরুই নামে দুই বিজেপি কর্মীকে মারধর করে পাশের ২২ নং ওয়াডের কাউন্সিলরের ছেলে মোহন পোদ্দার ( কালু পোদ্দার) মারধর করে ও সিগারেটের সেঁকা দেয় বলে অভিযোগ l দুই বিজেপি কর্মী আহত অবস্থায় বনগাঁ হাসপাতালে চিকিৎসাধিন l অন্যদিকে ২২ নং ওয়াডের কাউন্সিলর সুমতি পোদ্দার এই ঘটনাকে সম্পূর্ন মিথ্যা ও চক্রান্ত বলে দাবি করে বলেন ভোট বলে রং চারানো হচ্ছে l

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!