বারাসাত জেলা আদালতে অনুপম হত্যা মামলায় সরকারী আইনজীবী অপসারণের বিরুদ্ধে সোচ্চার হল ফোরাম ফর সোশ্যাল জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট নামক এক বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন।আজ বারাসাতের জেলা আদালতের ভেতরে প্ল্যাকার্ড,নিয়ে বিক্ষোভ দেখায় তারা ।তাদের দাবি,অনুপম সিংহ হত্যা মামলায় অন্যায় ভাবে সরকারী আইনজীবী বিপ্লব রায় কে সরানো হয়েছে। তাদের আরো যুক্তি ,কেনই বা এই মামলা রুদ্ধদ্বার পদ্ধতিতে শুনানি চলবে
।এই মামলায় যদি কোনোপ্রকার ভুলভ্রান্তি হয় তাহলে আগামী দিনে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়বে। প্রসঙ্গত, ২০১৬ সালের ২রা মে খুন হন অনুপম।তার বিচার প্রক্রিয়ার শুনানি চলছিল।এই সময় কালে সরকারি আইনজীবী ছিলেন বিপ্লব রায়।কিন্তু গত ২৬,৩,২০১৯ তারিখে এল আর দফতর থেকে চিঠি মারফত বিপ্লব রায়ের স্থলাভিষিক্ত হন শ্যামল দত্ত। অনুপম হত্যা মামলায় এ পর্যন্ত ২২ মাস শুনানি চলে।৩২ জনের সাক্ষী গ্রহণ সম্পন্ন হয়।তার পর এই পরিবর্তনে স্বাভাবিক ভাবেই ক্ষোভের সঞ্চার অনুপমের মা সমেত পরিবার ও পরিজনদের।তাদের দাবি বিপ্লব রায় কেই পুনর্বহাল করতে হবে।সরকারী আইনজীবী অবশ্য এই ধরণের অভিযোগ ও মামলায় কোনো প্রকার দুরভিসন্ধি নস্যাৎ করেছেন।

