-->

অশোক নগরে অস্ত্র সহ দুষ্কৃতী গ্রেফতার

বাংলার কথা NEWS 24X7
0

গোপন সূত্রে খবর পেয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার অশোক নগর থানার পুলিশ সুমন চক্রবর্তী বয়স ২৫, বাড়ি - দিগরা ঝাউবাগান, বিড়া, নামে এক যুবককে গ্রেফতার করে l ধৃত কে দিগরা হাই স্কুলের মাঠ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ l ধৃতের কাছ থেকে এক রাউন্ড গুলি ও একটি শাটার উদ্ধার হয় l আজ ধৃত কে বারাসত আদালতে পাঠানো হয়েছে l

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!