-->

প্রচারে গিয়ে হাত ভাঙলেন তৃণমূল প্রার্থীর

বাংলার কথা NEWS 24X7
0


পুরুলিয়াঃ ভোট প্রচারের মিছিলে বেরিয়ে পড়ে গিয়ে হাত ভাঙলেন পুরুলিয়ার লোকসভা আসনে মনোনীত তৃণমূল কংগ্রেসের প্রার্থী মৃগাঙ্ক মাহাতোর।জানা যায়,পুরুলিয়ার পাড়া ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতের ভালাগোড়া গ্রামে আজ নির্বাচনী প্রচারের মিছিল করতে গিয়েছিলেন তিনি।আর সেখানেই মিছিল চলাকালীন কর্মী সমর্থকদের ভীড়ের মাঝে তিনি পড়ে যান।জানা যায়,তার ডান হাতের কবজি ভেঙে যায়,যার ফলে হাতে প্লাসটার করতে হয়।তবে আঘাত তেমন গুরুতর নয়।ভাঙা হাত নিয়েই আগামীকাল আবার ভোট প্রচারে নামবেন বলে জানান তিনি।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!