-->

চুরি যাওয়া মাল উদ্ধার করে স্কুলের হাতে তুলে দিলো অশোকনগর থানার পুলিশ

বাংলার কথা NEWS 24X7
0




স্কুল থেকে মিড ডে মিল এর সরঞ্জাম চুরি হয় অশোক নগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন স্কুল কর্তৃপক্ষ। অভিযোগ পেয়ে তদন্ত নামে দুজনকে গ্রেপ্তার করল অশোকনগর থানার পুলিশ। ধৃতরা হল -মুস্তফা হোসেন ২১, আব্বাজ মণ্ডল ৩৬। অশোকনগর থানার নুরপুরের বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া সরঞ্জাম।

পুলিশ জানিয়েছে,গত ৮/৩/২০১৯ তারিখে অশোকনগর নুরপুর পঞ্চানন ভাই স্মৃতি বিদ্যালয় থেকে মিড ডে মিলের রান্নার গ্যাস সিলিন্ডার ওপেন চুরি হয়। ওই দিনই অশোক নগর থানায় অভিযোগ দায়ের করেন স্কুল কর্তৃপক্ষ। অভিযোগ পেয়ে তদন্ত নামে অশোকনগর থানার পুলিশ। তাদের কাছ থেকে দুটি গ্যাস সিলিন্ডার ও দুটি ওভেন উদ্ধার হয়।আজকে উদ্ধার হয়া মালপত্র হাতেপেয়ে খুশি স্কুলের শিক্ষক রা।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!